Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৭:২৩ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৯:৪৮

গোলটেবিল বৈঠকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বাংলাদেশ ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের দিকে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণ সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন যে, সেখান থেকে আর ফিরে আসতে পারেন নি। তিনি যেটা করেছিলেন তার এফেক্ট এখন শুরু হয়েছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ নদীতে পড়ে দিনকে দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি।’’

তিনি বলেন, ‘‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। বাংলাদেশে একটা প্রবণতা আছে- ভারতের বিরুদ্ধে কিছু বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে আধুনিক নয়, সে প্রগতিশীল নয়। আমাদের কিছু বুদ্ধিজীবির মধ্যেও এই প্রবণতা আছে।’’

রিজভী বলেন, ‘‘ফারাক্কা বাঁধ চালু করার সময় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে, পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে। এরপর আর তারা (ভারত) মনেই করেনি বাংলাদেশের সঙ্গে কথা বলা দরকার।’’

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ সহ প্রমুখ।

সারাবাংলা/এজেডি/এসআর

প্রাকৃতিক বিপর্যয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর