ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক দুলাল মিয়া (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকালে যাত্রাবাড়ী ডেমড়া রোডের শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার ছেরসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। দুলাল স্ত্রী কারিমা আক্তার ও তিন সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী শনির আখড়া কচিকণ্ঠ স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে ওই ব্যাটারিচালিত অটোরিকশাচালক একজন যাত্রী নিয়ে ডেমড়া কোনাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা নাগরিক পরিবহণের একটি বাসের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই রিকশাচালক। এই ঘটনায় রিকশার এক যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ওই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।