Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৮:২৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৩ মে) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন— গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মৃত আমজাদের ছেলে সৈয়দ আলী (৬৫), মৃত কয়মের ছেলে ইমান (৬০) ও আলমের ছেলে মনির হোসেন (২৯)।

জানা যায়, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তাদের ধরতে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও নৌ পুলিশ অভিযানে অংশ নেন।

অভিযানে গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোশারফের ঘর তল্লাশি করে ২টি খালি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ৫১টি তাজা গুলি, ২টি পিস্তলের কভার, ১টি কুড়াল, ১টি টেঁটা, ১টি এমোনেশন বক্স, ১টি গুলতি, ১টি ট্রলারের পাখা উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি টের পেয় আগেই পালিয়ে যায় সে।

অপরদিকে, কুখ্যাত নৌ ডাকাত নয়ন-পিয়াসের বাড়িতে অভিযান কাউকে পাওয়া যায়নি। এসময় তল্লাশি করে ১টি বড় রামদা, ১১টি ছুরি, ২টি বাইনোকুলার, সেনাবাহিনীর পোশাক সদৃশ কাপড় ও নগদ ৫৯ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার আলম আজাদ বলেন, ‘আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও আমরা তিনজনকে আটক করতে পেরেছি। উদ্ধার করা হয়েছে অস্ত্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

অস্ত্র-গুলি উদ্ধার মুন্সীগঞ্জ যৌথ বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর