Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে এখন সবুজ কারখানা ২৪৩টি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৮:৫১

সবুজ পোশাক কারখানা। ছবি: সংগৃহীত

ঢাকা: আরও তিনটি পোশাক কারখানা সুবজ কারখানার (গ্রিণ ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৩টি। মঙ্গলবার (১৩ মে) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন করে তালিকায় যুক্ত কারখানা তিনটি হচ্ছে- গাজীপুরের তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড এডমিন ভবন, তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড আরএমজি বিল্ডিং ও টাঙ্গাইলের কমফিট গোল্ডেন লিফ।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ সবুজ কারখানায় তালিকাভুক্ত তিন কারখানা হচ্ছে- কালীয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে অন্তত ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভুক্ত হয় বলে সারাবাংলাকে জানিয়েছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। আর নতুন বছরে এখন পর্যন্ত ১১টি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৪৩টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ১০১টি, গোল্ড ১২৮টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইউএসজিবিসি টপ নিউজ সবুজ কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর