Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই-আগস্টে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৮:৩০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য ‘ভিন্নভাবে’ ব্যাখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে কিছু গণমাধ্যম। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়।

মঙ্গলবার (১৩ মে) চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ব্যাখ্যা তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশের কিছু গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদ পরিবেশন করা হয়েছে। তারা বলেছেন যে, চিফ প্রসিকিউটর জুলাই মাসে গণহত্যা হয়নি বলে মন্তব্য করেছেন। এ ধরনের সংবাদ স্পষ্টতই চিফ প্রসিকিউটরের বক্তব্যের বিকৃতি ও অপপ্রচার।’

চিফ প্রসিকিউটর নিজেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন, “জুলাইয়ে বাংলাদেশে ব্যাপক এবং পদ্ধতিগত হত্যাযজ্ঞ বা Mass Murder সংগঠিত হয়েছে, যাহা বাংলায় সাধারণভাবে গণহত্যা বলা হয়। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী Genocide অর্থ হচ্ছে জাতিগত নির্মূল (Ethnic Cleansing) অর্থে গণহত্যা। তবে তিনি এ ঘটনার জন্য ‘জেনোসাইড’ (Genocide বা জাতি/গোষ্ঠীনিধন)-এর অভিযোগ আনেননি, বরং অভিযোগ এনেছেন ‘ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ বা ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে, যার অন্তর্ভুক্ত রয়েছে ব্যাপক ও পদ্ধতিগত গণহত্যা।”

তাই আইনের যথাযথ অর্থ না জেনে বা ভুলভাবে ব্যাখ্যা করে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।

সারাবাংলা/আরএম/পিটিএম

গণহত্যা জুলাই-আগস্ট জেনোসাইড টপ নিউজ তাজুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর