চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৩৭) নামে এক শ্রমিকের অর্ধগলিত মরদেহ ভুট্টাখেত থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে কুতুবপুরের আদমকুড়ি মাঠের ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলমগীর হোসেন কুতুবপুর পশ্চিমপাড়ার শামসুল মন্ডলের ছেলে। তিনি সরোজগঞ্জ বাজারে শ্রমিকের কাজ করতেন।
আলমগীরের স্ত্রী জোছনা খাতুন জানান, রোববার (১১ মে) দুপুরে তার স্বামী সরোজগঞ্জ বাজারে শ্রমিকের কাজ শেষে কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে খড়ি কুড়াতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা অবধি বাড়িতে না এলে তিনি আলমগীরের মোবাইল নম্বরে কল করেন। এরপর মঙ্গলবার সকালে তিনি খবর পেয়ে ওই ভুট্টাখেতে এসে মরদেহ দেখতে পান এবং তার স্বামীর মরেদহ শনাক্ত করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেদন পেলে জানা যাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। এ ব্যাপারে মামলা হবে।’