Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২০:৫৫ | আপডেট: ১৩ মে ২০২৫ ২১:০২

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশান লেকপাড় এলাকায় দুবৃত্তের গুলিতে শরিফুল আলম করিম (৩৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর সোয়া ২টার দিকে গুলশান-১ লেকপারের সামনে এ ঘটনা ঘটে।

আহত শরিফুল আলম একজন নার্সারি ব্যবসায়ী। তার বাসা দক্ষিণখান গাওয়াইর এলাকায়। মহাখালী এলাকায় তার নার্সারী ব্যবসা আছে।

শরিফুল বলেন, ‘দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যাচ্ছিলাম। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় নেমে হাটতে ছিলাম। এ সময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক ডেকে বলে এদিকে আসেন কথা আছে। না যেতে চাইলে জোর করে নিয়ে যায়। তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আমার পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘একমাস আগে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী মোাবইলে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাকে টাকা দিতে অস্বীকার করায় তার লোকজন আজ আমাকে গুলি করে বলে মনে হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘গুলশান এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

আহত গুলিবৃদ্ধ দুর্বৃত্তের গুলি ব্যবসায়ী আহত যুবক গুলিবৃদ্ধ