Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় গৃহায়ণের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২১:২১ | আপডেট: ১৩ মে ২০২৫ ২১:৩২

ঢাকা: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত (১৫ বছর) সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতরের মাধ্যমে এই নিরীক্ষা করার নির্দেশ দিয়ে সোমবার (১২ মে) এ পরিদফতরের পরিচালককে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনস্বার্থে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতরকে কার্যপরিধি অনুসরণ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ ইত্যাদি) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার জন্য অনুরোধ করা হলো।’

কার্যপরিধি বা অনুসরণীয় বিষয় সম্পর্কে চিঠিতে বলা হয়, ‘অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর নিরীক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করবে। সে মোতাবেক নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আইন-২০০০ এর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। নিরীক্ষা পরিচালনার পক্ষে নিরীক্ষার আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবি ইত্যাদি) মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

এ প্রসঙ্গে আরও বলা হয়, ‘নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে অবহিত রাখতে হবে। তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

আয়-ব্যয়ের হিসাব গৃহায়ণ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর