Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকলেট খাইয়ে পরীক্ষা কেন্দ্র ভাঙচুর ঠেকালেন নারায়ণগঞ্জ ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২২:১৩ | আপডেট: ১৩ মে ২০২৫ ২২:১৫

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার এসএসসি পরীক্ষার্থীদের মাঝে চকলেট উপহার দিয়েছেন।

ঢাকা: এসএসসি পরীক্ষার সমাপ্তির দিনে নারায়ণগঞ্জ জেলার অনেক পরীক্ষা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ এসেছিল ক্ষুদে শিক্ষার্থীদের বিরুদ্ধেই। ভাঙচুর রোধে সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার প্রায় ৩৪ হাজার এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এবার চকলেট উপহার দিলেন।

জেলার অভিভাবকের পক্ষ থেকে চকলেট উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা এবার কেন্দ্র ভাঙচুর না করে পরীক্ষা শেষে সুশৃঙ্খলভাবে কেন্দ্র ত্যাগ করেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক জাহিদুল ইসলামের ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে জেলার ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, ‘এটা কল্পনা করা যায় একজন ডিসি নিজে উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের চকলেট উপহার দিয়ে তাদের ভালো কাজে মোটিভেটেড করছেন।’

তিনি আরও বলেন, ‘আমরাও শিক্ষার্থী ছিলাম এক সময়। আমরা এই সব স্মরণীয় মুহূর্ত থেকে বঞ্চিত ছিলাম। আমরা এই সব কিছুই দেখিনি। ডিসি স্যারের কাছে থেকে চকলেট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’

কদমতুলি এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার বলেন, ‘আমাদের কেন্দ্রে এবার এক হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। গত বছর শেষ পরীক্ষার দিন পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করেছিল। এবার ভাঙচুর ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এই ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন। উনার নির্দেশে আমরা পরীক্ষা শেষে সব পরীক্ষার্থীদের চকলেট উপহার দিয়েছি ডিসি স্যারের পক্ষ থেকে। ডিসি স্যারের কাছে থেকে এই ছোট উপহার পেয়েও শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভালো কাছে উদ্বুদ্ধ করেছি চকলেট দেওয়ার সময়ে। শিক্ষার্থীরাও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে।’

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা সুলতানা বলেন, ‘আমাদের কেন্দ্রে মোট ১ হাজার ১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছর কিছু পরীক্ষার্থী আমাদের কেন্দ্রও ভাঙচুর করেছিল শেষ পরীক্ষার দিনে।’

তিনি আরও বলেন, ‘আজ পরীক্ষা শেষে কোমলমতি শিক্ষার্থীদের আমরা ডিসি স্যারের নির্দেশে চকলেট উপহার দিয়েছি। বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে। আমরাও সুন্দরভাবে তাদের কেন্দ্র থেকে বিদায় দিয়েছি। কোন ধরনের কোনো ঝামেলা হয়নি।’

ব্যাতিক্রমী এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার শিক্ষকতা জীবনে এই প্রথম এমন একটা কার্যকর মোটিভেশানাল উদ্যোগ দেখলাম।’

নারায়ণগঞ্জ কামিল মাদরাসা ও আদর্শ স্কুল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘ডিসি স্যারের চকলেট উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কেন্দ্র ত্যাগ করেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সিদ্ধিরগঞ্জের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক ফেরদৌস রহমান বলেন, ‘পরীক্ষা শেষ করে আনন্দের উত্তেজনায় জেলার কিছু পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করেছিল গত বছর পরীক্ষার্থীরা। এবার ভাঙচুর রোধে জেলা প্রশাসক স্যারের এই রকম আইডিয়া দারুণ হয়েছে।’

কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. নরুল ইসলাম বলেন, ‘ডিসি স্যারের চকলেট উপহার পেয়ে পরীক্ষার্থীরা কোনোরকম ঝামেলায় না জড়িয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করেছে। জেলা প্রশাসনের এ রকম উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন পরীক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।’

দেওভোগে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগম বলেন, ‘সকল পরীক্ষার্থীর মাঝে চকলেট বিতরণের খুব সুন্দর উদ্যোগ ছিল আজ। শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ৪৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩ হাজার ১৮২ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে চকলেট উপহার দেওয়া হয়। ভাঙচুর রোধে ব্যতিক্রমী আয়োজনটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজে তদারকি করেছেন।

জেলা প্রশাসক স্বয়ং উপস্থিত থেকে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন। তিনি এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে কর্মপরিকল্পনার কথা জিজ্ঞেস করেন এবং ভালো কাজে উদ্বুদ্ধ করেন বলে জানা গেছে। তিনি শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করায় তাদের শুভেচ্ছাও জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সারাবাংলা/ইউজে/এইচআই

এসএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর নারায়ণগঞ্জ ডিসি মানবিক ডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর