Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২২:৫১

খুলনা: খুলনায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকালে  অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— দৌলতপুর থানা এলাকার আতিয়ার রহমানের বাড়ির বাসিন্দা মো. শেখ তুজাম শেখের ছেলে মো. শেখ রাশেদ ও তার ছোট ভাই মো. শেখ রকিবুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে মেয়ে জামাই রাশেদ ও তার রকিবুল দুইজন মিলে আব্দুর রশিদ ঢালীকে হত্যা করে। দুইদিন একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগম  মামলা করেন। এ ঘটনায় মেয়ে জামাই রাশেদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক এসআই মো. রফিকুল ইসলাম তাদের দু্ই ভাইয়ের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর