Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে দুই মাথা নিয়ে শিশুর জন্ম, ২ ঘণ্টা পর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২৩:২১ | আপডেট: ১৩ মে ২০২৫ ২৩:৩৬

নবজাতক শিশুটি

পঞ্চগড়: পঞ্চগড়ে দুই মাথা নিয়ে এক নবজাতক শিশু জন্ম নিয়েছে। পরে শিশুটির স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ১১টার সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুটি জন্ম হয়। পরে দুপুর সোয়া ১টার সময় শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

জানা গেছে, নবজাতক শিশুটি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের কাজিরহাট মহারাজার দিঘী গ্রামের চা শ্রমিক মাজেদুল ইসলাম ও শুরভি আক্তার দম্পতির প্রথম সন্তান।

পরিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শে গত শনিবার (১০ মে) বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় প্রসূতি শুরভি আক্তারকে। এর পর চিকিৎসার মাঝে সোমবার (১২ মে) আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানায় দুটি সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে দুই মাথা নিয়ে ছেলে নবজাতক শিশুটি জন্ম হয়।

শিশুটির বাবা চা শ্রমিক মাজেদুল ইসলাম বলেন, ‘গতকাল আলট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার বলেছে দুইটি বাচ্চা আছে। এর পর আজকে তার জন্ম হয়। শরীরের সব স্বাভাবিক থাকলেও দেখছি মাথা দুইটা।’

এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ আবু সায়েম বলেন, ‘ডেলিভারি সময় পার করে বাচ্চার মা আমাদের কাছে এসেছিল এবং মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাশ করেছে। যার কারণে বাচ্চাদের রেসপেক্ট ডিসট্রেস প্রচন্ড রকম আছে। আমরা চেষ্টা করেছি তাকে সুস্থ্য করার।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটি অবস্থা ক্রিটিক্যালসহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছিলাম। এর পরে প্রায় সোয়া ১টার সময় মারা যায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

দুই মাথা পঞ্চগড় মৃত্যু সদর হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর