পঞ্চগড়: পবিত্র ইসলাম ধর্মের রীতি-নীতি, মুসলমানদের আচার-ব্যবহার ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিজিবি সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার। তিনি পঞ্চগড় ব্যাটালিয়নে (১৮ বিজিবি) কর্মরত বিজিবি সদস্য হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির সহকারী পরিচালক জামাল উদ্দিন।
ইসলাম ধর্ম গ্রহণের পর বিজিবির সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার থেকে মো. আবু সুফিয়ান (৩০), তার স্ত্রী রুপা রানী দাস থেকে মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস থেকে মোছা. সাবিহা সুলতানা (০৪) ও পুত্র সায়ান দাস থেকে মো. আবু সানাফ (১৮ মাস) হয়েছেন।
জানা যায়, নওমুসলিম বিজিবি সদস্য আবু সুফিয়ান রাজশাহী জেলার বাঘা থানার কলিগ্রামের বাসিন্দা। গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারী পাবলিক ও ২৪ অক্টোবর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়ে এফিডেভিট এর মাধ্যমে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে মো. আবু সুফিয়ান বলেন, ‘ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। সৃষ্টি জগতের সবকিছুর একমাত্র মালিক আল্লাহ তায়ালা।’
তার স্ত্রী সামিয়া জান্নাত বলেন, ‘আল্লাহ নিরাকার অবিনশ্বর। স্বামী-স্ত্রী উভয়ই আল্লাহ তায়ালাকে বিশ্বাস করে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) কে শেষ নবী ও রাসুল হিসেবে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’
তারা কারও দ্বারা প্ররোচিত না হয়ে স্ব-জ্ঞানে ও সুস্থ মস্তিস্কে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তারা ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন