Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে ইউট্যাবের সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

কুবি করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২৩:৫৩

কুবিতে ইউট্যাবের সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক মাহিন। ছবি: সংগৃহীত

কুমিল্লা: ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন, যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান।

এছাড়াও, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন সাংগঠনিক সম্পাদক পদে এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমান প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অ্যাকাউন্টিং অ্যাণ্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর