সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরপাড়ে কৃষকদের নিয়ে ফসল কাটার সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন। কৃষি বিভাগের তথ্য মতে, এবার ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত হয়। সবাইকে খাওয়ানো হয় মিষ্টি।
উৎসবে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষিসম্প্রসারণ অধিদফতরের মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘সৃষ্টিকর্তা সদয় ও সহায় ছিলেন বলেই এবার সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান ঘরে উঠেছে। মূলত সবার চেষ্টা ছিল যাতে কোনোভাবেই কৃষকের ফসলের ক্ষতি না হয়। এখন কৃষকেরা নির্বিঘ্নে ফসল গোলায় তুলতে পেরে খুবই খুশি।’
কৃষি বিভাগের তথ্য মতে, সুনামগঞ্জের ১৩৭টি হাওরে চলতি মৌসুমে ২ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেন জেলার ১০ লাখ কৃষক। যেখান থেকে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৫ হাজার কোটি টাকা।