Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫ ০৮:৪২ | আপডেট: ১৪ মে ২০২৫ ১২:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরব সফরের প্রথম দিনেই ১৪২ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। সফরে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো শক্তিশালী অংশীদার থাকলে, তা হলো সৌদি আরব।’

এই চুক্তির পাশাপাশি আরও বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের পরিকল্পনা হয়েছে, যা ভবিষ্যতে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিজ্ঞাপন

বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা শুরু থেকেই দেখেছি, কীভাবে সম্পদ আমেরিকায় প্রবাহিত হয়েছে এবং এখনো হচ্ছে।’ ট্রাম্পের লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করা, যা তার প্রশাসনের মূল লক্ষ্যগুলোর একটি।

সিরিয়া সম্পর্কেও বড় ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যাতে নতুন সরকার দেশ পুনর্গঠনের পথে এগিয়ে যেতে পারে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ শিবানি একে নতুন সূচনা হিসেবে অভিহিত করেছেন।

গাজা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত মন্তব্যে ট্রাম্প বলেন, ‘গাজার মানুষ একটি ভালো ভবিষ্যতের অধিকার রাখে, কিন্তু হামাস রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাস, অপহরণ ও নির্যাতন চালিয়ে সেটি ব্যাহত করেছে।’

আরব আমিরাত এরইমধ্যে আগামী দশকে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

সারাবাংলা/এনজে

অস্ত্র বিক্রি চুক্তি যুক্তরাষ্ট্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর