ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন দিনের কলমবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১৪) সকাল ১০টা থেকে এই কলমবিরতি শুরু হয়েছে।
প্রথম দিনের এই কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে রফতানি কার্যক্রম, আন্তর্জাতিক যাত্রী সেবা ও বাজেট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল কার্যক্রম এই কলমবিরতির আওতামুক্ত রয়েছে।
এনবিআর বিলুপ্তির খসড়া অধ্যাদেশ অনুমোদন হওয়ার পর থেকে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির কর্মীরা। এরইমধ্যে কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাদের দুই সংগঠনের পক্ষ থেকে এই খসড়া বাতিলের দাবি জানানো হয়েছে। এনবিআর বিলুপ্তকরণের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনও। তবে অনেকটা গোপনীয়তার মধ্যেই খসড়াটি সোমবার গভীর রাতে অধ্যাদেশ আকারে জারি হয়েছে। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার বিকেলেই প্রতিষ্ঠানটির কর্মীরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল। কর্মসূচি চালিয়ে যেতে গঠন করা হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৩ মে) বিকালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির কর্মীরা।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তিন দিনের কলমবিরতির ঘোষণা দেয়। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির সকল স্তরের কর্মীরা। এ সময় এ কর্মসূচির ঘোষণা দেন অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুন্ডু। আরও বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা ও এনবিআরের কর্মকর্তারা।
ঘোষণায় বলা হয়, কলম বিরতি জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দফতরে বুধবার সকাল ১০টা থেকে ১টা, বৃহস্পতিবার ১০টা থেকে ৩টা ও শনিবার ১০টা থেকে ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করা হবে। তবে কলমবিরতির আওতার বাইরে থাকবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম ও রফতানি কার্যক্রম।