Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩০ মণ মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১১:৪৭ | আপডেট: ১৪ মে ২০২৫ ১১:৫০

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৩০ মণ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মে) রাত ১১টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহোরিত এ মাছগুলো ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান মৎস্য কর্মকর্তা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দ করা এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা। অবরোধ শতভাগ সফল করতে মৎস্য বিভাগসহ আমরা তৎপর রয়েছি। অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর