Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আ. লীগের কার্যক্রম বন্ধ করতে বিটিআরসিকে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১২:৩৮ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৪:১১

ঢাকা: অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করতে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

বুধবার (১৪ মে) দুপুরে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সারাবাংলাকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে চিঠি দিয়েছে। জানা গেছে, আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিটিআরসিকে এ-সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার (১২ মে) প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

সারাবাংলা/ইএইচটি/এনজে

অনলাইন আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ চিঠি বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর