Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লং মার্চ টু যমুনার দিকে পদযাত্রা শুরু জবি শিক্ষার্থীদের

জবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১২:৪৮

যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন জবি শিক্ষার্থীরা।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ তিন দফা দাবির প্রেক্ষিতে ‘লং মার্চ টু যমুনা’র উদ্দেশে পদযাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে শুরু করেন এবং যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

এর আগে, সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীরা দাবি করেন, দাবি যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

৩ দফা দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) লং মার্চ টু যমুনা