Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্য হত্যার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার নিশ্চিতকরণে বিবৃতি সাদা দলের

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৩:১৬ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৪:০৯

সাদা দলের বিবৃতি।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইয়ার) ও এফ রহমান হলের শিক্ষার্থী, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার ঘটনায় নিন্দা জ্ঞাপন ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রসাশনের কাছে দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল (একাংশ)।

বুধবার (১৪ মে) দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম তালুকদার, যুগ্ন আহবায়ক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম, যুগ্ন আহবায়ক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদলের শিক্ষকরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা তার বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

বিবৃতিতে দাবি জানানো হয়, শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

সারাবাংলা/কেকে/এমপি

নিন্দা জ্ঞাপন সাদা দল সাম্য হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর