Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় মধ্যরাতে ইসরায়েলি হামলায় নিহত ৫১


১৪ মে ২০২৫ ১৩:৫২ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৫:৩২

ছবি: আল-জাজিরা

ইসরায়েলের বিমান হামলায় গাজায় বুধবার (১৪ মে) মধ্যরাতের পর থেকে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসা সূত্র। এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল দুইটি হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যাতে বহু মানুষ হতাহত হন।

মঙ্গলবার (১৩ মে) জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপ-মহাসচিব টম ফ্লেচার বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা গাজায় ইসরায়েলের সম্ভাব্য গণহত্যা রোধে কার্যকর পদক্ষেপ নেয়।

বিজ্ঞাপন

তিনি ইসরায়েলের ১০ সপ্তাহব্যাপী অবরোধকে শ্বাসরুদ্ধকারী আখ্যা দিয়ে বলেন, এই অবরোধ এবং সামরিক আগ্রাসনে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফ্লেচার বলেন, ‘যারা মারা গেছেন, যাদের কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেছে তাদের জন্য আর কত প্রমাণ লাগবে আপনাদের? এখনও কি আপনারা গণহত্যা ঠেকাতে এবং আন্তর্জাতিক মানবিক আইন রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবেন না?’

এই মন্তব্যের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় পূর্ণ শক্তির সামরিক অভিযান চালানোর হুমকি পুনর্ব্যক্ত করেন। যদিও যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছে।

মঙ্গলবার (১৩ মে) ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় দুইটি হাসপাতালেও বোমা হামলা চালায়, এতে বহু হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

বিজ্ঞাপন

ইসরায়েলি হামলা গাঁজা নিহত

বিজ্ঞাপন

ঢাকায় স্বস্তির বৃষ্টি
১৪ মে ২০২৫ ১৫:২৯

আরো

সম্পর্কিত খবর