চট্টগ্রাম ব্যুরো: নগরীর দক্ষিণ কাট্টলীতে চূড়ান্তভাবে ২৩ একর জমি বুঝে পেল চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতাল কর্তৃপক্ষকে জমির দলিল হস্তান্তর করেছেন।
বুধবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা জমির দলিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
চট্টগ্রামে একটি বিশ্বমানের বিশেষায়িত বিশেষায়িত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। জমির দলিল বুঝে পাবার মধ্য দিয়ে এ দাবি পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি হল।