Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত

ঢাবি করেস্পন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৪:৪৯ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৭:৫৬

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত।

ঢাকা: দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

এ জানাজায় অংশ নেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিহতের বড় ভাই আনোয়ারুজ্জামান সাগরসহ সাম্যের শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীরা।

জানাজা শেষে সাম্যের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/কেকে/এসডব্লিউ

প্রথম জানাজা অনুষ্ঠিত সাম্য হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর