Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিল চবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৫:০৫ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৭:৫৬

সমাবর্তন মঞ্চে প্রধান উপদেষ্টার হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

সমাবর্তন মঞ্চে প্রধান উপদেষ্টার হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট হস্তান্তর করেন।

এবারের সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া ২২ জনকে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর