যশোর: যশোরে বিশৃঙ্খলা, হট্টগোল ও বৈষম্যবিরোধী শিক্ষর্থীদের প্রতিবাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের (সি ক্যাটাগরি) মাঝে চেক বিতরণ হয়েছে। আহতদের তালিকায় ভুয়া নাম থাকার দাবি করে অনুদানের চেক বিতরণ স্থগিত রাখার দাবি জানান শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দুপুরে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে জুলাই বিপ্লবে জেলার সি ক্যাটাগরির ৬৬ আহতদের চেক বিতরণ অনুষ্ঠান ছিল।
এদিন প্রতি আহতদের জন্যে এক লাখ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। তবে অনুষ্ঠানের মাঝে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তালিকা ও তালিকাকারীদের নিয়ে আপত্তি তোলেন। এরপর থেকে প্রতিক্রিয়া শুরু হয়, শুরু হয় বিশৃঙ্খলা। পরে মিলনায়তেন মধ্যেই শিক্ষার্থীরা স্লোগান দেয় ও প্রতিবাদ করেন। একপর্যায়ে চেক বিতরণের সময় হট্টগোল বেশি হলে জেলা প্রশাসক ও বিতরণ অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান অসম্পূর্ণ রেখে মিলনায়তন ত্যাগ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বার বার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি শিক্ষার্থীদের জানান, ভুল থাকলে আরও যাচাই বাছাই করা যেতে পারে, নাম সংযোজন করা যেত পারে।
ছাত্ররা এ সময় জানান, এই তালিকা অনুসারে অনুদানের চেক দেওয়া হলে জুলাই বিপ্লবে প্রকৃত শহিদদের সঙ্গে বেঈমানী করা হবে।