Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ’র দুই কিস্তি ছাড়াও ২০০ কোটি ডলার বাজেট সহায়তার প্রত্যাশা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:৪৪

ঢাকা: ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর চতুর্থ রিভিউ সফলভাবে শেষ হয়েছে’ দাবি করে চলতি বছরের জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত ১৩০ কোটি ডলার একত্রে পাওয়া যাবে- বলে আশাবাদ ব্যক্ত করেছে সরকার।

এছাড়া বাজেট সহায়তা হিসেবে বিভিন্ন দাতাসংস্থার কাছ থেকে আরও মোট ২০০ কোটি ডলার পাওয়া যেতে পারে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আশাবাদ ব্যক্ত করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইএমএফ এর চতুর্থ রিভিউ সফলভাবে শেষ হয়েছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সকল বিষয় সতর্কতার সাথে পর্যালোচনা করে উভয় পক্ষ রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামো বিষয়ে সম্মত হয়েছে। চতুর্থ রিভিউ এর স্টাফ লেভেল চুক্তি সম্পন্ন হওয়ায় আশা করা হচ্ছে চলতি বছরের জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত ১৩০ কোটি ডলার একত্রে ছাড় করবে আইএমএফ।

অর্থ মন্ত্রণালয় জানায়, আইএমএফ’র ১৩০ কোটি ডলার ছাড়াও বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, জাপান ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে জুনের মাসের মধ্যে আরও প্রায় ২০০ কোটি ডলার বাজেট সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এ অর্থ প্রাপ্তির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে যা মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের ক্ষেত্রে যেসকল সংস্কার কর্মসূচি নেয়া হচ্ছে- তা সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের নিজস্ব বিবেচনায় পরিকল্পিত এবং জাতীয় স্বার্থে গৃহীত। এ সকল সংস্কার কর্মসূচির ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম শুধুমাত্র কারিগরি সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর