Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২০

লোহাগড়া থানা। ছবি: সংগৃহীত

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার পার ইছাখালি গ্রামের নবাব মোল্যার ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, খাজা মোল্যা সকালে চা পান করতে বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে রবিউলের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কোপানো হয় খাজাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেজো বোন রেখা বেগম বলেন, ‘পলাশ ও তার লোকজন এলাকায় সন্ত্রাসী রাজত্ব চালিয়ে যাচ্ছে। তারা জমির ফসল কেটে নিচ্ছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। আজ আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এদিকে হত্যাকাণ্ডের পর পালটা প্রতিক্রিয়ায় ওই এলাকায় প্রতিপক্ষের তিনটি বাড়িতে অগ্নিসংযোগ এবং অন্তত ১২টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অগ্নিসংযোগ কুপিয়ে হত্যা কৃষক ভাঙচুর লোহাগড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর