Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:১৬

ঘটনাস্থলে গৃহবধুর মরদেহ।

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে যুথী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) বেলা ১২টায় উপজেলার কয়া ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুথী খাতুন একই এলাকার রাজমিস্ত্রী সোহেল রানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই যুথী খাতুন ও তার স্বামী সোহেল রানার মধ্যে পারিবারিক কলহ নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এই নিয়ে গ্রামে সালিশও হয়েছে কয়েকবার। যুথীর মরদেহ ঘরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবারের দাবী, রাতে যুথীকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে ঘাতক স্বামী ও শ্বাশুড়ি। এ হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ সারাবাংলাকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্তদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার