Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২০

সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা: দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখীসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের চার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

এদিন দুদকের পক্ষে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানী কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার ছেলে কাজী খুররম আহমদ, মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক মোগল জান রহমান, জিয়াউল হাসান চিশতী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কমিশনার আবুল কাসেম কাসু, তার স্ত্রী আসমা কাসেম ও মেয়ে উম্মে কুলসুম।

দুদকের আবেদনে বলা হয়, নানকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে নিকট আত্মীয়দের চাকরি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ঋণ দেওয়া ও বিভিন্ন উপায়ে ওই ব্যাংকের হাজারও কোটি টাকা আত্মসাৎ করেন কাজী আকরাম উদ্দিন আহমদ। এমন অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

দুর্নীতির অভিযোগ দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক