Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৮:০০ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:০২

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা করেছে।

ঢাকা: দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা করেছে। এদিন অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলি চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, চিফ ইঞ্জিনিয়ার, ডিএমপির সহকারী কমিশনার এর সঙ্গে একটি সভায় বসেন।

উপাচার্য জানান এ সভায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে রমনা পার্কের মতো একটি স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে, ডিএমপির পক্ষ থেকে একটি পুলিশবক্স স্থাপন করা হবে যেটি উদ্যানের প্রতি ডেডিকেটেড হয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজে অংশীজন বা সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সেখানে নিয়োজিত করবে।’

সারাবাংলা/কেকে/এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক সাম্য হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর