ঢাকা: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর তার মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে তুলতে পারবেন। এছাড়া ‘প্রগতি’ স্কিমের আওতায় আসছেন সরকারি কাজে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা চুক্তির আওতায় নিয়োজিত কর্মীরা।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর পরিচালনা পর্ষদের ২য় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন এর সভাপতিত্বে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর পরিচালনা পর্ষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন অর্থ উপদেষ্টা।
বৈঠকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ছয়টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় জানায়।
মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা প্রদানের বিষয়টি চাঁদাদাতাদের প্রয়োজন বা আগ্রহের প্রেক্ষিতে তাদের সে সুযোগ দেওয়া হবে।
বৈঠকে গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- ‘প্রবাস’ ও ‘প্রগতি’ পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় এ দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার টাকা নির্ধারণ এবং ‘প্রগতি’ পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে একটি অংশের মাসিক আয় বেসরকারি খাতের কর্মকর্তাদের গড় মাসিক আয়ের তুলনায় বেশি হওয়ায় তাদের সুবিধার্থে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকায় উন্নীত করা;
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা চুক্তির আওতায় নিয়োজিত সেবাকর্মীদের ‘প্রগতি’ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা;
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি এসোসিয়েশন (আইএসএসএ) এর সদস্যপদ লাভে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা;
পেনশন স্কিমসমূহে জনগণের অংশগ্রহণ বাড়াতে গৃহীত প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া (ফেসবুক) এবং ইউটিউব-এ বিজ্ঞাপন প্রচার করা এবং পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান, টকশো ও আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারকালে বিজ্ঞাপন প্রচার ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চলমান প্রচার কার্যক্রম জোরদার করা।
অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর চিন্তা-ভাবনা করছে পেনশন কর্তৃপক্ষ। বিষয়টি পরীক্ষা করে পরবর্তী সভায় এটি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।