Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৮:২৪ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২০

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ইউনুস আহমেদ বলেন, ‘রাষ্ট্রের প্রধান কাজই হল গণ-নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ রাষ্ট্রকে এজন্যই কর দেয়। কিন্তু বাংলাদেশের ভাগ্যাহত মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় নাই কোনো কালেই। পতিত ফ্যাসিবাদের আমলের কথা বাদ দিলেও অভ্যুত্থান পরবর্তী সরকারের দীর্ঘ দিন অতিবাহিত হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই। চলতি বছরের প্রথম দুই মাসের পরিসংখ্যানে প্রতিদিন গড়ে ৯ জন মানুষ খুন হয়েছে। পরের মাসগুলোর পরিসংখ্যানও একই রকম হবে। একটি স্বাধীন ও শান্তিপূর্ণ দেশে এভাবে মানুষ খুন হওয়া মেনে নেওয়া যায় না। অবিলম্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকার কেন্দ্রে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও এখন নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর ঘটনা আমাদেরকে ব্যথিত ও বিস্মিত করেছে। সামান্য ঘটনায় মেধাবী এক তরুণের এমন মৃত্যু আমাদের সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতাকে প্রকট করে তোলে। এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাবিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে।’

ইউনুস আহমেদ বলেন, ‘‘বাংলাদেশ সেনাবাহিনী সারাবিশ্বেই আইন-শৃঙ্খলা রক্ষায় দক্ষতার জন্য প্রশংসিত। সেই সেনাবাহিনী ম্যাজেস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরও আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই করুণ দশা আমাদেরকে বিচলিত করছে। এর পেছনে কোনো রাজনৈতিক দুরভিসন্ধি কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে হবে।’’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

সাম্য হত্যা হাফেজ মাওলানা ইউনুস আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর