Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনে ১০০ আসন চায় উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৮:২১ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:২৬

ওয়েব’র প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল (মাঝে)।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ নারী সংসদ সদস্যের দাবি জানিয়েছেন উইমেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল।

‎বুধবার (১৪ মে) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে শেষে এ দাবি জানান তিনি।

‎নাসরিন ফাতেমা আউয়াল বলেন, ‘আমরা সংসদে ১০০ জন নারীর আসন দেখতে চাই। নারীদের জন্য আসন বেশি হলে ভালো হয়।’

‎কারণ হিসেবে তিনি বলেন, ‘নারীরা সবকিছু ভালোভাবে বোঝে। আপনারা দেখবেন, নারী যেমন ঘর সামলায়, তেমনি সংসারের বাইরের কাজও সামলায়। নারীরা যদি আসে, তবে ভালো হবে। নারীদের দ্বারা সব কাজ ভালোভাবে করা সম্ভব।’

‎নাসরিন আউয়াল বলেন, ‘নারীদের সেভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয় না। আমরা চাই, সব নারী যেন নির্বাচনে অংশ নিতে পারেন। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। অনেক দিন আমরা নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই সমানভাবে ভোটে অংশ নিতে চাই। ভোট এমনভাবে হোক যেন নারী-পুরুষ একসঙ্গে ভোট দিতে পারে। আসন্ন নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসন চাই। সংসদে নারীর সংখ্যা খুবই কম।’

‎’আমাদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়। পুরুষদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। আমরা মনে করি নারীদের সব জায়গায় সুযোগ-সুবিধা দিতে চাই। নারীরা পুরুষের পাশে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা সামনেও যেতে চাই না আবার পেছনেও যেতে চাই না।’

‎সিইসিকে লিখিত প্রস্তাব দেওয়া প্রসঙ্গে ওয়েব প্রতিষ্ঠাতা সভানেত্রী বলেন, ‘১০০ আসনের বিষয়ে লিখিত দেইনি এটা মৌখিকভাবে সিইসিকে জানিয়েছি। তবে লিখিতভাবে বলেছি আসন্ন ভোটে আমাদের পর্যবেক্ষক হিসেবে যেন রাখা হয়।’

বিজ্ঞাপন

‎‎ ‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

উইমেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) জাতীয় সংসদ নির্বাচন নাসরিন ফাতেমা আউয়াল