Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-মেয়েসহ তারিক সিদ্দিকের সাড়ে ৬ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক

ঢাকা: দুদকের মামলা চলমান থাকায় স্ত্রী-মেয়েসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা রয়েছে।

বুধবার (১৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদক উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

পরিবারের অন্য সদস্যরা হলেন— তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও তার মেয়ে নুরিন সিদ্দিক।

এর আগে, ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

সারাবাংলা/আরএম/এইচআই

অবরুদ্ধ আত্মসাৎ তারিক আহমেদ সিদ্দিক