বাগেরহাট: মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউস। বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দর জেটিতে এই অভিযান চালানো হয়।
‘মুন্নি এন্টারপ্রাইজ’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান অবৈধভাবে এসব সিগারেট নিয়ে আসে। ৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার সিগারেটের মূল্য পাঁচ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস জানতে পারে বিষয়টি। মঙ্গলবার বন্দর জেটিতে অভিযান চালানো হয়। পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।
এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি ।