Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে অস্ত্রোপচার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ১৪ মে ২০২৫ ২১:১৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অপারেশন করিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৩ টায় তার চোখের রেটিনায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবিনে আছেন। তার সঙ্গে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

এর আগে, ১১ মে চোখের সমস্যার কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন চিকিৎসকরা তাকে ব্যাংককের রুটনিন হাসপাতালে গিয়ে চোখের রেটিনায় অস্ত্রোপচারের পরামর্শ দেন।

চিকিৎসকদের এই পরামর্শে সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন।

সারাবাংলা/এজেড/এইচআই

অস্ত্রোপচার বিএনপি ব্যাংকক মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর