Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় চরের জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৮:৩৭

নিহত বৃদ্ধ আ. মজিদ আকন্দ।

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে নদীর বুকে জেগে ওঠা চরের জমি নিয়ে সংঘর্ষে আ. মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয়পক্ষের আহত ১১ জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আ. মজিদ ওই গ্রামের ফসির আকন্দের ছেলে।

জানা যায়, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রাম দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বুকে জেগে ওঠা চরের কিছু জমি চাষাবাদযোগ্য। এসব জমির দখল নিয়ে ঐ গ্রামের আ. মজিদ ও আমিরুল ইসলাম গংদের বিরোধ চলছিল। এরই জের ধরে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে এক নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আ. মজিদকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে আমিরুল ইসলাম (৪৮) ও তাজেল আকন্দকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করেন। আহত অন্যান্যরা উক্ত স্বাস্থ্যকমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।

থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ‘ সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসডব্লিউ

আহত ১১ চরের জমি নিয়ে সংঘর্ষ বৃদ্ধ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর