Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তরুণদের নিয়েই আবার আন্দোলনে নামতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৪ মে ২০২৫ ২১:১৪

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনাকে তাড়িয়েছি। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে আবারও তরুণদের নিয়ে আন্দোলনে নামতে হবে।

বুধবার (১৪ মে) দুপুরে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ উপলক্ষে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মজনু বলেন, ‘তরুণরাই দেশের চালিকাশক্তি, সেই তরুণদের রাজনৈতিক অধিকার অস্বীকার করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না। আজ যেই তরুণটির বয়স ৩০-৩৫ বৎসরের মধ্যে, জন্মের পর সে তার ভোটধিকার প্রয়োগ করতে পারেনি। সে জানেই না ভোট কী? কীভাবে ভোট দিতে হয়? অথচ এটাই তার প্রথম এবং প্রধান রাজনৈতিক অধিকার।’

তিনি বলেন, ‘তরুণদের এই রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্র যদি এই অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। যে কোনো মূল্যে আমরা জনগণকে অধিকার ফিরিয়ে দেব। আজ একটি গোষ্ঠী চর দখলের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করে লুটপাটে ব্যস্ত, তাদের লুটপাটের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী এবং নিরাপদ করতেই তারা নির্বাচন দিতে চায় না।’

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দীন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিুর যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, আ.ন.ম. সাইফুল ইসলাম, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদল সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, ছাত্রদল দক্ষিণের সভাপতি শামিম মাহমুদ, সাধারণ সম্পাদক রহিম ভুইয়াসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

আন্দোলন রফিকুল আলম মজনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর