Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআর বিলুপ্তি একটা ‘কসমেটিক সংস্কার’: মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:০২ | আপডেট: ১৪ মে ২০২৫ ২১:১৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান।

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান।

বুধবার (১৪ মে) গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, ‘বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সবসময় ঠিক বুঝতে পারে না। ফলে তাদের টেক্সট বুক প্রেসক্রিপশনগুলির তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও, এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান দিতে পারবে না।’

তিনি বলেন, ‘এনবিআর সম্পর্কিত আমাদের আসল সমস্যা হচ্ছে দুর্নীতি। সেক্ষেত্রে কেবলমাত্র সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং কর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন, এই পরিবর্তনের দ্বারা তারা প্রভাবিত হবে না। যদি এটাই সত্যি হয়, তাহলে পুনর্গঠনের এই ঢাক-ঢোল বাজানো কেবল একটি নিরর্থক উদ্যোগ ছাড়া কিছুই নয়।’

মঈন খান বলেন, ‘আমাদের কর ব্যবস্থার একটি সম্পূর্ণ সংস্কার করা আসলেই প্রয়োজন, যেখানে বিদ্যমান এই ব্যবস্থা যতটা কর রাজস্ব সংগ্রহ করছে, তার চেয়ে অনেক বেশি কর রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করছে বলে শক্ত অভিযোগ রয়েছে।’

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ড. মঈন খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর