Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১৪ মে ২০২৫ ২১:১৪

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বুধবার (১৪ মে) বিকেলে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত সালমান নামের এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, আমাদের একটাই দাবি, অবিলম্বে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান মর্যাদা দিতে হবে। না হলে আমরা রাজপথ ছড়বো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনরত নারী শিক্ষার্থী পুষ্পসহ আরো কয়েকজন সারাবাংলাকে বলেন, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ১১০ ক্রেডিটের কোর্স সম্পন্ন করার পরও আমাদের ডিগ্রির সমমান দেওয়া হচ্ছে না। আমাদের বৈষম্যের শিকার। অবিলম্বে ডিপ্লোমা নার্সিং কোর্সগুলোকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে আমারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবো।

এর আগে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। পরে বিকেলে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। এসময় শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

নার্সিং ডিপ্লোমা শাহবাগ মোড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর