Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০ কেজি গাঁজাসহ কুমিল্লায় মা-মেয়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:২৯

গাঁজাসহ ২ মা-মেয়ে আটক।

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের এক প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার (৩৮) ও ইসরাত জাহান (১৯) নামে দুই মা-মেয়েকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে গোপন সংবাদ পেয়ে আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার বসত ঘর থেকে গাঁজাগুলো উদ্ধার করে এবং মা ও মেয়েকে আটক করা হয়।

আটকরা হলেন- মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও মেয়ে ইসরাত জাহান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি করে ১০টি বস্তায় ভর্তি পাঁচ মণ (২০০ কেজি) গাঁজা উদ্ধারসহ তাসলিমা আক্তার ও তার মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

২০০ কেজি গাঁজা উদ্ধার মা-মেয়ে আটক