Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে অজ্ঞাত যুবকের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:৪৫

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর পুরাতন রেলস্টেশনে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই অজ্ঞাত যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি যখন পুরাতন রেলস্টেশন অতিক্রম করছিল, তখন আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ ট্রেনের ইঞ্জিনের সামনে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের চাকায় কাটা পড়ে তার মাথা ও একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নিহতের পরনে ছিল কালো ফুলপ্যান্ট, সাদা জামা ও একটি লাল গামছা।

নীলফামারী পুরাতন রেলস্টেশনের স্টেশন মাস্টার ময়নুল ইসলাম বলেন, ‘ঘটনার পরই আমরা সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা এসে মরদেহ উদ্ধার করবে।’

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এইচআই

আত্মহত্যা ট্রেনে কাটা নিহত নীলফামারী মরদেহ রূপসা এক্সপ্রেস