Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুর থেকে ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:৫০ | আপডেট: ১৪ মে ২০২৫ ২১:১৩

গ্রেফতার কিশোর গ্যাঙের ৯ সদস্য।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ‘লও ঠেলা’ কিশোর গ্যাংয়ের ৯ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জোবায়ের ওরফে যুবরাজ (২২), মো. হাসান (১৯), মো. রায়হান (২৭), মো. ওয়াসিম (২৫), মো. আনোয়ার হোসেন রাজু (৩২), মো. নুরুল আমিন (১৮), মো. কামাল হোসেন (২২), মো. শাহিন (২৮) ও মো. মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের থেকে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানার পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের থেকে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল।

সারাবাংলা/এমএইচ/এমপি

কিশোর গ্যাং গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর