Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারকন্টিনেন্টাল ব্যুফেতে বিকাশে পেমেন্টে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার

সারাবাংলা ডেস্ক
১৪ মে ২০২৫ ২০:২১

ঢাকা: বাংলাদেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ ফেস্টিভ্যালে বিকাশ পেমেন্টে একটি ব্যুফে অর্ডার করে গ্রাহকরা পাচ্ছেন আরও তিনটি ব্যুফে ফ্রি। ফলে, কোনো স্পেশাল কার্ড ছাড়াই পাঁচ তারকা হোটেলে বন্ধু ও পরিবারের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ নিতে পারবেন বিকাশ গ্রাহকরা।

বুধবার (১৪ মে) বিকাশের পেইজ এ অফার দেয়। বাংলাদেশের খাদ্য, শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরতে আগামী ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ শিরোনামে এই ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

বিজ্ঞাপন

ঐতিহ্যবাহী খাবারের মধ্যে থাকছে ঢাকার কাচ্চি, চট্টগ্রামের মেজবানি, খুলনার চুই ঝাল গোস্ত, রাজশাহীর কাচা আমের মুরগির ঝোল, সিলেটের সাতকড়া মুরগি, বরিশালের ইলিশ পাতুরি, রংপুরের ভুনা খিচুরি, ময়মনসিংহের বোয়াল মাছের দই ঝাল, মিষ্টি, পিঠাসহ আরও নানা আয়োজন।

গ্রাহকরা এ সময় ৯ হাজর ২০০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে আকর্ষণীয় এই ‘বাই ওয়ান গেট থ্রি’ অর্থাৎ ৪ জনের জন্য ব্যুফে অফারটি উপভোগ করতে পারবেন।

ফেস্টিভ্যাল চলাকালীন একজন গ্রাহক এক বারই অফারটি নিতে পারবেন।

অফারটি নিতে বিকাশ অ্যাপে পেমেন্ট গেটওয়েতে *২৪৭# ডায়াল করে, বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করা যাবে।

সারাবাংলা/এমপি

বিকাশ বুফে