Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে উড়াল দিল প্রথম হজ ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২০:২৬ | আপডেট: ১৪ মে ২০২৫ ২০:২৭

হজ ফ্লাইট বিমান বাংলাদেশ বিজি -২৩৭

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে সরাসরি মদিনার উদ্দেশে রওনা দিয়েছে হজ ফ্লাইট বিমান বাংলাদেশ বিজি -২৩৭।

বুধবার (১৪ মে) বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশে সিলেট ত্যাগ করে।

জানা যায়, এবার সিলেট থেকে মোট ৫টি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় অবতরণ করবে। এ বছর সিলেট থেকে পযার্য়ক্রমে ২ হাজার ৯০ জন মুসল্লি মদিনায় হজ করতে যাবেন।

সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট যাওয়ায় আনন্দিত সিলেট অঞ্চলের যাত্রীরা। তারা জানান, আগে ঢাকা থেকে যেতে হতো। তাই ৬-৭ ঘণ্টার জার্নি শেষে আবার হোটেলে থাকতে হতো। এখন আমাদের অনেক ভোগান্তি কমে গেছে। হজ যাত্রীরা আরও বেশি করে ফ্লাইট চালুর দাবি জানান।

বিমানবন্দর কর্তৃপক্ষ সারাবাংলাকে জানিয়েছে, হজ যাত্রী এবং সৌদি প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই ফ্লাইট চালু করেছেন তারা। এবং রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এ ছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা।

গতবারের তুলনায় সিলেটে এবার হজ যাত্রীর সংখ্যা বেড়েছে। এ বছর ২ হাজার ৭০০ জন মুসল্লি হজে যাচ্ছেন। তাদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।

এদিকে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষ্যে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আব্দুল হক।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমেদ। হজ যাত্রীদের মধ্যে বক্তব্য দেন ইলিয়াস বক্ত চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর