Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ীর ‘ভিক্টর ভিলেজ’কে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২১:১২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে পরিবেশ দূষণসহ নানা অনিয়মের দায়ে ‘ভিক্টর ভিলেজ’ নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর মাখন বাবুর চরে এ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে ভিক্টর ভিলেজের মালিক রুহুল আমিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাজবাড়ী পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ বলেন, ‘ভিক্টর ভিলেজ দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে ও পরিবেশগত নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আদালত ওই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে।’

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, ‘গোয়ালন্দ উপজেলার উজানচরের ভিক্টর ভিলেজকে পরিবেশগত নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো প্রতিষ্ঠানেরই পরিবেশ বিধি লঙ্ঘনের সুযোগ নেই।’

অভিযানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং গোয়ালন্দ ঘাট থানার একটি পুলিশ দল।

সারাবাংলা/এইচআই

পরিবেশ দূষণ ভিক্টর ভিলেজ রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর