Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তিতুমীরে  বিক্ষোভ মিছিল

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৪ মে ২০২৫ ২১:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজের মুল ফটকের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করার মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় তাদের, ” জগন্নাথে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই”, “শিক্ষক লাঞ্চিত কেন, ইন্টেরিম জবাব চাই”, “শিক্ষার সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও” স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, জগন্নাথের যৌক্তিক আন্দোলনে আওয়ামী পুলিশ হামলা করে। তারা অন্তর্বর্তী সরকারকে বলেন যদি শিক্ষার্থীদের উপর আবার হামলা করা হয় তাহলে তারা হাসিনার মতো করে এই ইন্টেরিম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

তারা আরও বলেন, অনতিবিলম্বে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জগন্নাথের  যৌক্তিক ৩ দফা দাবি মেনে নিয়ে ও শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার সংস্কার এবং শিক্ষাখাতে উন্নয়ন করতে হবে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয়েছেন অনেকে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর