Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ফের ৬০ জনকে ‘পুশ ইন’ করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২২:২০ | আপডেট: ১৪ মে ২০২৫ ২২:২২

বড়লেখা উপজেলায় আটক

সিলেট: এক সপ্তাহের ব্যবধানে ফের সিলেটের কানাইঘাট ও মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত দিয়ে ৬০ জনকে পুশ ইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) সকালে কানাইঘাটের আটগ্রাম ও বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে এই ৬০ জনকে পুশইন করে বিএসএফ।

বাংলাদেশে পুশ ইন হয়ে আসা লোকজন জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।

বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করে। বিজিবি তাদের আটক করে থানা হেফাজতে রেখেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে।

কানাইঘাটের আটগ্রামে আটকরা

সীমান্ত এলাকার কয়েকজন অধিবাসী জানান, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ১৩ শিশু রয়েছে। আটকরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটকদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ বিষয়ে ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল বুধবার সকালে তাদের আটক করে। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার সারাবাংলাকে জানান, সীমান্তে ভারতীয় পুশ ইন ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আজ বুধবার যাদেরকে পুশ ইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ পুশ ইন করলে বিজিবি ৫৯ জনকে আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বড়লেখা থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশ ইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি।

সারাবাংলা/এইচআই

পুশ ইন বিএসএফ সিলেট সিলেট সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর