Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে চারটি সোনার বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২২:৪০

বিজিবির অভিযানে আটক দুই

চুয়াডাঙ্গা: জেলার সীমান্তে ৭০৪ গ্রাম ওজনের চারটি অবৈধ সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার (১৪ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন— মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) ও একই উপজেলা মরহুম ঝড়ু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে সীমান্ত পিলার ১১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যানপাড়া তিন রাস্তার মোড় নামক এলাকায় তাদেরকে সোনার বারসহ আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের কালাম তার কোমরের সঙ্গে লুঙ্গির ভিতর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৭০৪ গ্রাম ওজনের চারটি সোনার বার থাকার কথা স্বীকার করেন। এ ছাড়া দুইটি বাটন মোবাইল ফোন এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকরা মালমালের আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

এ ঘটনায় বুড়িপোতা বিওপি’র টহল কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। আটক ২ জনকে থানায় হস্তান্তর এবং জব্দকরা সোনা মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

চুয়াডাঙ্গা সীমান্ত সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর