Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০০:০৭

বামে সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ এবং ডানে সভাপতি দীপঙ্কর দাস রতন

যশোর: রাষ্ট্রদ্রোহের অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার (১৪ মে) মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে যশোর কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।

বিজ্ঞাপন

আসামিরা হলেন— যশোর শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও খালধার রোডের ফটিক চন্দ্র ঘোষের ছেলে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আওয়ামী লীগের নেতা ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ২০২৪ সালের জুলাই আান্দোলনে আওয়ামী লীগ সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সকরার গঠন করেন। আসামিরা এতে সন্তষ্ট না হয়ে নতুন সরকারের বিরুদ্ধে মানুষের ঘৃণা সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেন। তারই ধারাবাতিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে বিদ্বেষ, সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট তৈরি করে বিলি করে। তাছাড়া সমাবেশে বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ মিডিয়ায় উস্কাানিমূলক বক্তব্য দেন।

মামলার অভিযোগে আরও জানা গেছে, আসামিরা ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তাদের এমন কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকি স্বররূপ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে একজন দেশপ্রেমিক হিসেবে তিনি আদালতে এ মামলা করেছেন বলে বাদী তার আর্জিতে জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

পূজা পরিষদ যশোর রাষ্ট্রদ্রোহ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর